চাকরির খবর

রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Advertisement

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্র গুলিতে এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত হতে হবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- কমিউনিটি হেলথ অফিসার।
মোট শূন্যপদ- ৫০০ টি। তবে শূন্যপদের সংখ্যা বাড়তে পারে।
বেতনক্রম- কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্ত হলে প্রতি মাসে ২০,০০০/- টাকা বেতন পাবেন। সঙ্গে প্রতিমাসে সর্বোচ্চ ৫,০০০/- টাকা পর্যন্ত ইন্সেন্টিভ পাওয়া যেতে পারে।
বয়স সীমা- বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (যেমন- SC/ ST/ OBC ইত্যাদি) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে ৮ হাজার ক্লার্ক নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা-
১) পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM Nursing/ B.Sc. Nursing/ Post Basic B.Sc. Nursing কোর্স পাশ করে থাকতে হবে।
২) কম্পিউটারে MS Office ও ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
৩) আবেদনকারীর নাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (WBNC) -এ নথিভূক্ত থাকতে হবে।

আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পাশাপাশি বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
নিয়োগের স্থান- পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ভিত্তিক সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট টি হল www.wbhealth.gov.in
আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন করতে পারবেন।
আবেদন ফি- জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন সরাসরি অনলাইনে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি, ২০২২।

চাকরির খবরঃ রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের। লিখিত পরীক্ষায় যেসব প্রার্থীরা পাস করবেন তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে ১৫ নম্বরের। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ -এ প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মোট (৮৫ + ১৫) = ১০০ নম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করা হবে।

আবেদনের শেষ তারিখ- অনলাইনে রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি, ২০২২। সম্পূর্ণ আবেদন সাবমিট করার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। তবে ৮ ফেব্রুয়ারির পর রেজিস্ট্রেশন করা যাবে না। ৮ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন শেষ করে রাখতে হবে। তারপরে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের কাজ সম্পন্ন করা যাবে।

চাকরির খবরঃ রাজ্যের ১৯ টি স্কুলে শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগ

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles