অন্যান্য খবর

Teacher Recruitment: ৫৫৭৮ জন চাকরিপ্রার্থী রাজ্যে শিক্ষক পদে চাকরি পাবেন! বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বঞ্চিত চাকরিপ্রার্থীদের সাথে বৈঠকের পরেই জানালেন বিরাট সিদ্ধান্তের কথা। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

বছর বছর ধরে অপেক্ষা করছেন চাকরিপ্রার্থীরা। ক্রমাগত পথে বসে চলছে আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা। নিয়োগ কবে? চাকরি কবে? স্লোগান তোলেন এসএসসি চাকরিপ্রার্থীরা। নিয়োগ জট কাটার আশায় দিনের পর দিন ধরে তাঁদের অপেক্ষার কি অবসান হলো এবার? উত্তর মিলল সরকার তরফে। ১১ ডিসেম্বর বিকাশ ভবনে SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে শিল্পমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী আইনি জটিলতা কাটিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছেন। তাই আদালত নিয়োগ নিয়ে যা নির্দেশ দেবে তাই আমরা মেনে চলবো।

বিকাশ ভবনে প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে খানিক আশার খবর দিল রাজ্য সরকার। সমস্ত জটিলতা কাটিয়ে ৫৫৭৮ জন চাকরিপ্রার্থী নিয়োগ পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং এই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। চলতি ডিসেম্বর মাসে চাকরিপ্রার্থীদের নিয়ে আবারও বৈঠকে বসবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আসলে সরকার তরফের বক্তব্য, রাজ্যে শিক্ষক নিয়োগ আইনি জটের মুখে থমকে রয়েছে। এই জট যত দ্রুত কাটবে, তত দ্রুত নিয়োগ পাবেন তরুণ তরুণীরা। ব্রাত্য বসুর কথায়, আমি আগেও বলেছি যে আদালত যেরকম নির্দেশ দেবে, সেটা মেনেই আমরা চাকরি দেব। বর্তমানে যে বিলম্ব হচ্ছে তা অতি দ্রুত কেটে যাবে বলে সরকার তরফের আশা।

আরও পড়ুনঃ নতুন ৫৯০ টি শূন্যপদে শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

৫৫৭৮ জন চাকরিপ্রার্থী রাজ্যে শিক্ষক পদে চাকরি পাবেন

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের কথায়, কিছুদিন আগে অবধি বিভিন্ন দফতরের মধ্যে যোগাযোগের অসুবিধা হচ্ছিল। কিন্তু সেদিনের বৈঠকের পর বোঝা গেল দফতরগুলির মধ্যে সংযোগ হয়েছে। মুখ্যমন্ত্রী আইনি জট কাটানোর নির্দেশ দিয়েছেন ঠিকই। কিন্তু আদৌ সে জট কবে কাটবে, কবে নিয়োগ মিলবে সেই সমস্ত প্রশ্ন উঠে আসছেই। আগামী ২২ ডিসেম্বর রিপোর্ট পেশের দিন ঠিক হয়েছে। ওই দিন হয়তো নিয়োগ প্রসঙ্গে সঠিক বার্তা মিলতে পারে। আপাতত সঠিক সময়ের অপেক্ষা করছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের আশায় একে একে দিন গুনে চলেছেন তাঁরা।

৫৫৭৮ জন চাকরিপ্রার্থী রাজ্যে শিক্ষক পদে চাকরি পাবেন

Related Articles