পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। অবশেষে শিক্ষক নিয়োগের মোট শূন্যপদ প্রকাশ করলো রাজ্য। এতদিন বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছিল শিক্ষকদের লাখ লাখ শূন্যপদ পড়ে রয়েছে বঙ্গে। কিন্তু আদতেই কী তাই? মঙ্গলবার এ বিষয়েই বক্তব্য রাখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ক্ষেত্রে মোট শূন্যপদের একটি স্পষ্ট হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষকদের শূন্যপদের হিসেব নিয়ে রাজ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেই ধোঁয়াশা কাটাতে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বৈঠকে শূন্যপদের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন তিনি। ব্রাত্য বসুর বক্তব্য অনুসারে, বর্তমানে রাজ্যের প্রাথমিক স্কুলে মোট শূন্যপদের সংখ্যা ২৬৭ টি। উচ্চ প্রাথমিক স্কুলে শূন্যপদের সংখ্যা ৪৭৩ টি। এছাড়া, মাধ্যমিক স্কুলে রয়েছে মোট ২৮ টি শূন্যপদ, উচ্চমাধ্যমিক ক্ষেত্রে রয়েছে ১৩ টি শূন্যপদ। মঙ্গলবার বিধানসভার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, আদালতের নির্দেশ মেনে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে।
আরও পড়ুনঃ টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কবে থেকে?
সূত্রের খবর, বাংলার শিক্ষক শূন্যপদের হিসেব নিয়ে বিরোধী দলগুলি এতদিন যে তথ্য প্রকাশ করেছে, তা কার্যতই ভুয়ো বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে কথা বলতে গিয়ে বিজেপিকে একহাত নেন ব্রাত্য বসু। তাঁর কথায়, বিজেপির দাবি রাজ্যে তিন লক্ষের বেশি শূন্যপদ রয়েছে। এই দাবি সম্পূর্ণ ভুল। এই তথ্য রাজ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এদিকে, শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য বাংলায় লাখ লাখ চাকরিপ্রার্থী অপেক্ষা করছেন। বছর বছর সেই সংখ্যাটা বাড়ছে বৈ কমছে না। কিন্তু ব্রাত্য বসুর বক্তব্য অনুসারে হাজারেরও কম শূন্যপদের পরিসংখ্যান মেলায় হতাশ চাকরিপ্রার্থীরা। কবে নিয়োগ মিলবে এবং আদৌ নিয়োগ মিলবে কিনা তা নিয়ে বর্তমানে সংশয়াচ্ছন্ন তাঁরা।