চাকরির খবর

রাজ্যের প্রচুর শিক্ষকের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার! কারা পাবেন? জেনে নিন

Advertisement

রাজ্যের প্রচুর সংখ্যক শিক্ষকের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রায় ১৬ শতাংশ হারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মহার্ঘ ভাতা পাবেন প্রায় ৪০ টিরও বেশি স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে চওড়া হাসি শিক্ষকদের মুখে।

কারা পাবেন এই ডিএ? সূত্রের খবর, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা ডিএ গেটিং স্কুল, অ্যাংলো ইন্ডিয়ান স্কুল ও বেসরকারি সংস্কৃত টোলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের এই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্কুলের শিক্ষকেরা অন্য স্কুলগুলির চাইতে কম বেতন পান। পাশাপাশি, ২০২১ সালে রাজ্য সরকার যে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল, তখন এই সমস্ত স্কুলের শিক্ষকেরা ওই ডিএ পাননি। আর এবার একলাফে ১৬ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হল তাঁদের। সূত্রের খবর, ২০২৩ সালের ১ মার্চ থেকে তাঁরা বর্ধিত হারে মহার্ঘ্য ভাতা পাবেন।

আরও পড়ুনঃ রাজ্যের সরকারি কর্মীদের দ্রুত পদন্নোতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এই সমস্ত স্কুলগুলির পরিচালনা ও শিক্ষকদের বেতন দেয় ম্যানেজিং কমিটি। তবে ডিএ দিয়ে থাকে রাজ্য সরকার। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মন্ডলের বক্তব্য, অনেকদিন ধরেই ডিএ বৃদ্ধির দাবিতে তাঁরা জোর দিয়ে এসেছেন সরকারকে। অবশেষে সেই দাবি মানা হল। যদিও তাঁদের বকেয়া ডিএ দেওয়া হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের ডিএ এখনই বাড়ছে না। মহার্ঘ ভাতা কবে বাড়বে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

রাজ্যের প্রচুর শিক্ষকের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার

Related Articles