চাকরির খবর

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে টিউটর নিয়োগ, আবেদন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

Advertisement

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে টিচিং ও টিউটার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি করার সুযোগ। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- টিচার ও টিউটর।
মোট শূন্যপদ- ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা-

চাকরির খবরঃ ইন্ডিয়ান নেভিতে গ্রূপ-সি কর্মী নিয়োগ

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ অনুযায়ী বেতন

আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF বানিয়ে recruitment@wbuhs.ac.in ইমেইল করতে হবে। এবং প্রার্থীকে ইন্টারভিউয়ের দিন নো অবজেকশন সার্টিফিকেট (NOC) নিয়ে যেতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ জেনারেলদের ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা এবং SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

ইন্টারভিউর তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১ টা।
ইন্টারভিউর স্থান– Office of the West Bengal University of Health Science, DD-36, Sector-1, Salt Lake, Kolkata-700064.

চাকরির খবরঃ এইমস -এ গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ চলছে

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Related Articles