অন্যান্য খবর

অবশেষে প্রকাশ হতে চলেছে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা! জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন

উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশে উদ্যোগী স্কুল সার্ভিস কমিশন। খুব শীঘই খুশির খবর পেতে চলেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আদালতের রায়ে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। এত দিনের অপেক্ষা অবশেষে সফল হল এবার। খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা। সম্প্রতি উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট প্রকাশ করতে পারবে এসএসসি। আর এবার সেই নির্দেশ মেনে মেধাতালিকা প্রকাশের দিকে একধাপ অগ্রসর হল স্কুল সার্ভিস কমিশন।

উচ্চপ্রাথমিকের নিয়োগ জট অব্যাহত। নিয়োগের দাবিতে বারংবার বিক্ষোভে সামিল হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। সমস্বরে স্লোগান ও আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তাঁরা। উচ্চ প্রাথমিকের নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল আট বছর আগে। বিজ্ঞপ্তি অনুসারে সে সময় মোট শূন্যপদ ছিল মোট ১৪৩৩৯ টি। লিখিত পরীক্ষার পর এতদিন কেটে গেলেও মেধাতালিকা প্রকাশ না হওয়ায় অপেক্ষার বাঁধ ভেঙেছে চাকরিপ্রার্থীদের। সূত্রের খবর, ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের একটি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চ মোট শূন্যপদের সংখ্যা জানতে চায়। এছাড়া কমিশন যে মেধাতালিকা প্রকাশ করতে পারে তাও জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ শীঘ্রই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যে

এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ৩১ অগাস্ট। তবে মেধাতালিকা প্রকাশ হতে যে বেশি দেরি নেই তা ইতিমধ্যে আন্দাজ করছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতির আবহে যেরকম জটিল পরিস্থিতি সেখানে উচ্চপ্রাথমিকের নিয়োগ জট কাটলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশা করা যাচ্ছে, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে স্কুল সার্ভিস কমিশন।

উচ্চ প্রাথমিকের মেধাতালিকা

Related Articles