চাকরির খবর

SSC Recruitment: উচ্চপ্রাথমিকের ৯ হাজার শূন্যপদে প্রার্থীদের নিয়োগ শুরু করল এসএসসি

আইনি জটিলতা কাঠিয়ে ৯ হাজার শূন্যপদে নিয়োগ শুরু করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় নাম থাকা প্রথম ৩০০ জনের কাউন্সিলিং শুরু। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

অবশেষে কাটল জটিলতা। দীর্ঘ প্রতীক্ষার পর চাকরিপ্রার্থী মুখে ফুটল হাসি। উচ্চপ্রাথমিকের কাউন্সেলিং শুরু করল কমিশন। পুজোর আগে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, নিয়োগ প্রক্রিয়ার জট কেটে শীঘ্রই শিক্ষক নিয়োগ শুরু হবে। আর সেই দিন আসতে যে দেরী নেই তারও আভাস দিয়েছিলেন তিনি। এরপরই কাউন্সেলিং বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত নির্ঘন্ট প্রকাশ করে এসএসসি। আর সেই নির্ঘন্ট অনুসারে দীপাবলির আগেই শুরু হল উচ্চপ্রাথমিকের কাউন্সেলিং।

সোমবার থেকে আপার প্রাইমারির কাউন্সেলিং শুরু করল এসএসসি। এদিন সকাল নটা থেকে সল্টলেকের করুণাময়ীতে কমিশনের অফিসে শুরু হয়েছে কাউন্সেলিং। ২০১৬ সালের প্রকাশিত মেধাতালিকা থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে প্রথম দিন। এদিন উপস্থিত হওয়া সকল প্রার্থীরা নিজেদের পছন্দমতো স্কুল বাছাই করতে পারবেন। কাউন্সেলিংয়ের কল লেটার ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পেরেছেন চাকরিপ্রার্থীরা। ধাপে ধাপে সকল প্রার্থীদের কাউন্সেলিং সারবে কমিশন। এসএসসি সূত্রে খবর, প্রায় নয় হাজার প্রার্থীর কাউন্সিলিং হবে। প্রথম দিন ৩০০ জনের পর পরের দিন ৭০০ জন প্রার্থী কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন।

উচ্চপ্রাথমিকের ৯ হাজার শূন্যপদে প্রার্থীদের নিয়োগ শুরু

আরও পড়ুনঃ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ প্রকাশিত

উচ্চপ্রাথমিকে মোট শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯ টি। প্রথমে প্যানেলভুক্ত প্রার্থীরা ও পরে ওয়েটিং লিস্টে থাকা অপেক্ষমান প্রার্থীরা কাউন্সেলিংয়ে অংশ নেবেন। আদালতের নির্দেশ অনুসারে এই প্রার্থীরা এখনই নিয়োগপত্র হাতে পাবেন না। তবে তাঁদের একটি লেটার দেওয়া হবে কমিশনের তরফে। এই কাউন্সেলিং পর্ব মিটলেই শূন্যপদে নিয়োগ পাবেন চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর আপার প্রাইমারির নিয়োগ বার্তায় খানিকটা স্বস্তি পেয়েছেন প্রার্থীরা। এখন যাতে দ্রুত হাতে নিয়োগপত্র পেতে পারেন যে আশায় বুক বেঁধেছেন তাঁরা।

উচ্চপ্রাথমিকের ৯ হাজার শূন্যপদে প্রার্থীদের নিয়োগ শুরু

Related Articles