পশ্চিমবঙ্গ পুলিশের চাকরিতে যুক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। পুলিশ দফতরের নিয়োগে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল সরকার তরফে। রাজ্যে পুলিশ পদে নিয়োগের জন্য বেশ কিছু শর্ত রেখেছে সরকার। এর মধ্যে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপকাঠির শর্ত রয়েছে। সেই নিয়মে এবার বদল আনতে চলেছে রাজ্য। আরও বেশি সংখ্যক চাকরিপ্রার্থী যাতে পুলিশের চাকরিতে আবেদন জানাতে পারেন, তার জন্য এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বয়সের উর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতদিন কনস্টেবল পদে আবেদন জানানোর জন্য বয়সসীমা ছিল ২৭ বছর। সেই বয়সসীমাকে আরো তিন বছর বাড়িয়ে ৩০ করার সিদ্ধান্ত নিচ্ছেন শীর্ষ কর্তারা। অর্থাৎ এবার থেকে ৩০ বছর বয়স অবধি চাকরিপ্রার্থীরা পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন জানাতে পারবেন। পুলিশে আবেদনের বয়সসীমা বৃদ্ধি হবে, এ নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে এবার এ বিষয়ে প্রস্তাব পেশ করতে চলেছে রাজ্য পুলিশ।
চাকরির খবরঃ WBPSC’র মাধ্যমে নতুন নিয়োগ
প্রসঙ্গত, পুলিশ কনস্টেবলদের শূন্যপদে পূরণ যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়, তার জন্য এর আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কনস্টেবল ছাড়াও পুলিশের একাধিক পদে নিয়োগ শুরু করেছে বোর্ড। বেশ কিছু বছর নিয়োগ বন্ধ থাকায় অনেক প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। তাই যোগ্যপ্রার্থীরা চাইলেও আবেদন করতে পারেন নি। আবার আবেদন করতে চাইলেও বয়সের কারণে তা সম্ভব হয়নি বহু প্রার্থীর। তাই সবদিক বিবেচনা করে এবার সিদ্ধান্ত নিল রাজ্য। নয়া নিয়ম লাগু হলে প্রচুর যুবক যুবতীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।