ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Apprenticeship
মোট শূন্যপদ- ২৫২১ টি। (UR-1046, SC-375, ST-181, OBC-674, EWS-245)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে ১৭ নভেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।
স্টাইপেন্ড- কেন্দ্রীয় সরকারের Apprentice Act 1961 নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.indianrailways.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি, সই (১০-২০ কেবি) ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (৫০-২০০ কেবি) সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৭ ডিসেম্বর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card এর মাধ্যমে।
শূন্যপদের বিন্যাস-
JBP Division- 884 টি।
BPL Division- 614 টি।
Kota Division- 685 টি।
WRS Kota- 160 টি।
CRWS BPL- 158 টি।
HQ JBL- 20 টি।
চাকরির খবরঃ রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, ট্রেড টেস্ট, মেডিকেল ফিটনেস এর মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Official Website: Click Here