কেন্দ্রীয় সরকারের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- WCL/ IR/ MP/ Recruitment/ 2022-23/2445
পদের নাম- Mining Sirdar
মোট শূন্যপদ- ১০৭ টি। (UR-43, EWS-11, OBC-29, SC-16, ST-8)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ বৈধ Mining Sirdar Certificate থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১১ হাজার শূন্যপদে MTS নিয়োগ
পদের নাম- Surveyor (Mining)
মোট শূন্যপদ- ২৮ টি। (UR-12, EWS-3, OBC-7, SC-4, ST- 2)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ বৈধ Serveyor’s Certificate থাকলে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.westerncoal.in/ গিয়ে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে রেজিস্ট্রেশন করা Username and Password দিয়ে Login করে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, সই সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগ
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১১৮০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD/ ESM প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৩
Official Notification: Download Now
Apply Now: Click Here