ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (Skill India) স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। আর সেই প্রশিক্ষণ যদি ভারতীয় রেলের তরফে দেওয়া হয় তাহলে এই প্রশিক্ষণের থেকে ভালো কিছু হতে পারে না। ভারতীয় রেল বিশ্বের সর্ববৃহৎ রেল পরিষেবা। ভারতের পরিবহন ক্ষেত্রে রেলের একটি অভূতপূর্ব অবদান আছে। বৃহৎ একটি ক্ষেত্র হওয়ার কারণে এখানে কর্মসংস্থানের সুযোগ থাকে প্রায়শই। তাই এই ধরনের প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় রেলে চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য থাকল আজকের এই প্রতিবেদনে।
Employment No.- RRC/WR/01/2023 Apprentice
প্রশিক্ষণের নাম- অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship)
মোট শূন্যপদ- ৩৬২৪ টি। (UR- ১৪৮৭ টি, SC- ৫৩২ টি, ST- ২৬৬ টি, OBC- ৯৮১ টি, EWS- ৩৫৮ টি)
যেসব ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে সবগুলি হলো- Fitter, Welder, Carpenter, Painter, Turner, Electrician, Plumber, Stenographer ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। অর্থাৎ আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন ঠিক সেই ট্রেডের ওপর ITI কোর্স পাশ করে থাকতে হবে।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
বয়সসীমা- এই প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের হিসাব করবেন ২৬ জুলাই, ২০২৩ তারিখের হিসাবে। অর্থাৎ আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে ২৬ জুলাই ১৯৯৯ থেকে ২৬ জুলাই ২০০৮ এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রাথীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য www.apprenticeshipindia.org ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে আবেদনকারীদের। এখানে নিজেদের রেজিস্ট্রেশান সম্পূর্ণ করার পর ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। যাদের আগে থেকেই রেজিস্ট্রেশান করা আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
চাকরির খবরঃ ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ
আবেদনের শেষ তারিখ- এই নিয়োগগুলির জন্য আবেদন শুরু হবে আগামী ২৭ জুন ২০২৩ তারিখ থেকে, আবেদন চলবে ২৬ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
Official Notification: Download Now
Official Website: Apply Now