শিক্ষার খবর

সায়েন্স, আর্টস না কমার্স? উচ্চশিক্ষায় পড়ুয়াদের পছন্দের বিভাগ কোনটি? সামনে এল চমকে দেওয়ার মতো তথ্য

Advertisement

বোর্ড পরীক্ষার ফলাফলের পর বিজ্ঞান, বানিজ্য ও কলা এই তিনটি বিভাগের মধ্যে যে কোনো একটি পথে উচ্চশিক্ষায় এগিয়ে চলেন পড়ুয়ারা। কিন্তু এই তিন বিভাগের মধ্যে উচ্চশিক্ষায় পড়ুয়াদের পছন্দের বিভাগ কোনটি? উত্তর মিলল এবার। সম্প্রতি দেশের বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশের ফল মূল্যায়নের পর একটি রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেখানে দেখা যাচ্ছে লাস্ট দশ বছরে পড়ুয়াদের মধ্যে সবচেয়ে পছন্দের দুটি শাখা হল বিজ্ঞান ও কলা বিভাগ।

শিক্ষা মন্ত্রকের রিপোর্ট বলছে, উচ্চশিক্ষার জন্য মুলত বিজ্ঞান ও কলা বিভাগের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বিগত দশ বছরে এই দুই বিভাগকে সঙ্গী করে উচ্চশিক্ষায় অংশগ্রহণ বেড়েছে পড়ুয়াদের। সেই তুলনায় পড়ুয়াদের চাহিদার তালিকায় একই জায়গায় রয়ে গিয়েছে বানিজ্য বিভাগ। সায়েন্স ও আর্টসের মতো কমার্স পড়ার ঝোঁক তুলনায় কম পড়ুয়াদের। আবার, রাজ্য বিশেষে পার্থক্য রয়েছে পঠনপাঠনের শাখা নির্বাচনে। যেমন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় কলা বিভাগ বেছে নেওয়ার প্রবণতা কম। এখানকার প্রায় ২ শতাংশ পরীক্ষার্থীর পছন্দ আর্টস স্ট্রিম। বরং সেখানে জনপ্রিয় বিজ্ঞান বিভাগ।

আরও পড়ুনঃ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

অন্যদিকে, ত্রিপুরা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থানের ছাত্রছাত্রীদের পছন্দ কলা বিভাগ। পাঞ্জাব, অসম, হরিয়ানাতে জনপ্রিয়তা কম সায়েন্স স্ট্রিমের। প্রসঙ্গত, কেন্দ্রের এই রিপোর্টে বেশ কিছু বিষয়কে চিহ্নিত করা হয়েছে, যেমন পাশের হারে তারতম্য, বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশের রেজাল্টের পার্থক্য এবং প্রতিযোগিতায় অসাম্যতা। যদিও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী দিনে দেশের প্রতিটি রাজ্যের বোর্ডের মূল্যায়ন করার ধরনকে সামঞ্জস্যপূর্ণ করে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ গ্রীষ্মের দাবদাহে বাড়ছে ছুটি

উচ্চশিক্ষায় পড়ুয়াদের পছন্দের বিভাগ কোনটি

Related Articles