এক নজরে
বর্তমানে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? এই প্রশ্নটা অনেকের মধ্যেই ঘোরাফেরা করে। বর্তমানে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি তা রাষ্ট্রসঙ্ঘের তালিকায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি রাষ্ট্রসংঘ (United Nations) বিশ্বের জনবহুল দেশ গুলির তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় উঠে এসেছে ‘বর্তমান কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি’।
বর্তমানে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
রাষ্ট্রসংঘ কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত দেশটি হলো ভারতবর্ষ। রাষ্ট্রসঙ্ঘের প্রকাশিত এই তালিকা অনুযায়ী এক সময়ের বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনকে পেছনে ফেলে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে।
কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি 2023
2023 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের জনবহুল দেশে পরিণত হয়েছে। 2022 সালে চীনের মোট জনসংখ্যা ছিল 142.58 কোটি, যা 2023 সালে কমে দাঁড়িয়েছে 142.57 কোটি। এবং 2022 সালে ভারতবর্ষের মোট জনসংখ্যা ছিল 141.7 কোটি, 2023 সালে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমান মোট জনসংখ্যা 142.86 কোটি।
ভারতের বর্তমান জনসংখ্যা 2023
এতদিন পর্যন্ত জনসংখ্যা তালিকার শীর্ষস্থান দখল করেছিল চীন। কিন্তু সদ্য প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী চীনকে ছাপিয়ে ভারত বর্তমানে বিশ্বের জনবহুল দেশ -এ পরিণত হয়েছে। ভারতের বর্তমান জনসংখ্যা হল 142.86 কোটি এবং চীনের বর্তমান জনসংখ্যা 142.57 কোটি। চীনের জনসংখ্যার তুলনায় বর্তমান ভারতের জনসংখ্যা প্রায় 29 লক্ষ বেশি।
কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম?
ইতিমধ্যেই আমরা জেনে নিয়েছি কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত দেশটি হলো এশিয়া মহাদেশে অবস্থিত ভারত বর্ষ। কিন্তু আমরা কি জানি বিশ্বের মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তর হল ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হল পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা যুক্ত দেশ। ভ্যাটিকান সিটির লোক সংখ্যা ১০০০ জনের মতো।
আরও পড়ুনঃ চাকরি পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স pdf
জনসংখ্যার তালিকায় শীর্ষ 10 টি জনবহুল দেশ
জাতিসংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী ভারত বিশ্বে সবথেকে জনবহুল দেশে পরিণত হয়েছে। সেই তালিকায় চীন রয়েছে দ্বিতীয় স্থানে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থান দখল করে রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত দশটি দেশ হল-
স্থান | দেশের নাম | মোট জনসংখ্যা |
1 | ভারত | 142.86 কোটি |
2 | চীন | 142.57 কোটি |
3 | মার্কিন যুক্তরাষ্ট্র | 33.42 কোটি |
4 | ইন্দোনেশিয়া | 28.15 কোটি |
5 | পাকিস্তান | 23.28 কোটি |
6 | নাইজেরিয়া | 22.04 কোটি |
7 | ব্রাজিল | 21.67 কোটি |
8 | বাংলাদেশ | 16.92 কোটি |
9 | রাশিয়া | 14.61 কোটি |
10 | মেক্সিকো | 13.27 কোটি |