রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আবারও নতুন করে জেলা স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- স্টাফ নার্স। (NUHM-১৭৪ টি) (UGWC-৭৪ টি) (Polyclinic- ১৪ টি)
মোট শূন্যপদ- ২৬২ টি। (UR -১৩৬ টি, SC-৬১ টি, ST- ১৭ টি, OBC A- ২৭ টি, OBC B- ২০টি)
শিক্ষাগত যোগ্যতা– ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে ২৫,০০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে জুড়ে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
পদের নাম- Community Health Assistant (Urban) (NUHM- ৩৬০ টি) (15th finance- ৭৪ টি)
মোট শূন্যপদ-৪৩৪ টি। (UR -২৩২ টি, SC-৮৯ টি, ST- ৩৫ টি, OBC A- ৫০ টি, OBC B- ২৯টি)
শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ANM /GNM কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে ১৩,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে নিচে দেওয়া লিংকে ক্লিক আবেদন পত্র ডাউনলোড করে। সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র ঠিকানা- Chief Medical Officer of ealth & Member Secretary, District Level Selection Committee,North 24 Parganas
আবেদনের শেষ তারিখ- ৭ সেপ্টেম্বর, ২০২২
চাকরির খবরঃ এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here