চাকরির খবর

রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫,২০০/- টাকা

Advertisement

রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য সুখবর। ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে পাম্প অপারেটর, লেবার, মিটার রিডার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশে পুরুষ মহিলা উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Employment No- C/III/IE/Vol X/22
পদের নাম- Labour
শিক্ষাগত যোগ্যতা– অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৬,২০০/- টাকা।

পদের নাম- Meter Reader
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ২৫,২০০/- টাকা।

চাকরির খবরঃ কল্যাণী AIIMS -এ কর্মী নিয়োগ

পদের নাম- Pump Operator
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ২৫,২০০/- টাকা।

পদের নাম- Sub- Assistant Engineer
শিক্ষাগত যোগ্যতা– স্টেট কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৪০,৫০০/- টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.cbbarrackpore.org/recruitment/ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ Meter Reader ও Sub- Assistant Engineer পদের ক্ষেত্রে সবার জন্য ১,০০০/- টাকা ধার্য করা হয়েছে। বাকি পদগুলোর ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৩১ জানুয়ারি, ২০২৩

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles