পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সম্প্রতি একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের জেলা ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No.- 3387
পদের নাম- Community Health Assistant (Urban)
মোট শূন্যপদ- ৪ টি। (UR- ২ টি, SC- ১ টি, OBC- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স সম্পন্ন করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ১৩,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
পদের নাম- Medical Officer
মোট শূন্যপদ- ৪ টি। (UR- ২ টি, SC- ১ টি, OBC- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) পাশ করা চাকরিপ্রার্থীদের নূন্যতম এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার থাকা আবশ্যক।
মাসিক বেতন- ৬০,০০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
পদের নাম- Laboratory Technician
মোট শূন্যপদ- ৪ টি। (UR- ২ টি, SC- ১ টি, OBC- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভৌতবিজ্ঞান, রসায়ন এবং গণিত অথবা জীববিজ্ঞান বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ২২,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম- Staff Nurse
মোট শূন্যপদ- ৪ টি। (UR- ২ টি, SC- ১ টি, OBC- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স সম্পন্ন করা অথবা বিএসসি নার্সিং উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন- ২৫,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- আবেদনে আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। সেক্ষেত্রে www.bankura.nic.in অথবা www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে প্রস্তাবিত আবেদনপত্র ডাউনলোড করতে হবে চাকরিপ্রার্থীদের। অতঃপর সেই আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট বিভাগীয় অফিসে জমা দিতে হবে।
আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দিতে হবে “District Health & Family Samity Bankura A/c Construction” এই মর্মে Account No.- 0193013133910, IFSC Code-PUNB0019320, Punjab National Bank, Bankura Branch এই একাউন্টে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Chief Medical Officer of Health, Bankura, Tamlibandh, Patpur Road, Post+Dist- Bankura – 722101
আবেদনের শেষ তারিখ- ১৭ আগস্ট, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here